আবুরখীলে সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

রাউজান আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  শুক্রবার (১৯ মে) বিকেল ৩ টায় স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।  উদ্বোধনী খেলায় বড়িয়াখালী তরুণ সংঘ টাইব্রেকারে সাডেনডেথে ৫-৪ গোলে পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদকে পরাজিত করেছে।  নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র ছিল।

অনুষ্ঠানে ১২ নম্বর উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার সোহেল প্রধান অতিথি এবং দানবীর ও সমাজসেবক অভয় কুমার বড়ুয়া রানা উদ্বোধক ছিলেন।

আবুরখীল খেলোয়াড় সমিতির সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবুর সভাপতিত্বে এবং নাট্যকার রুপায়ন বড়ুয়া কাজলের সঞ্চালনায় এসময় সমিতির সিনিয়র সহ-সভাপতি সাজীব বিকাশ বড়ুয়া টুটুল, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অসীম বড়ুয়া অপু, সম্পাদক সত্যজিত বড়ুয়া, সমন্বয়কারী উচ্ছ্বাস বড়ুয়া আশুসহ সমিতির কর্মকর্তা কাঞ্চন বড়ুয়া, হিল্লোল বড়ুয়া পলাশ, প্রকাশ বড়ুয়া, এ্যাপেলো বড়ুয়া ও শ্যামল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সেরা খেলোয়াড়কে পুরস্কার প্রদান করছেন মীরা বড়ুয়া

খেলা শেষে সেরা খেলোয়াড় বিজয়ী দলের রিমন বড়ুয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রয়াত সুহৃদ বিকাশ বড়ুয়া সানুর সহধর্মিণী মীরা বড়ুয়া।