ডিআরইউ সাঁতারে বিনু-জাফর চ্যাম্পিয়ন

ঢাকা রিপোর্টার্স ইউনিট (ডিআরইউ) ও ওয়ালটন স্মার্ট ফ্রিজ আয়োজিত ক্রীড়া উৎসবে সাঁতার ইভেন্টে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শামসুন্নাহার বিনু।  এই বিভাগে রানার-আপ হয়েছেন সময় টেলিভিশনের রোজিনা রোজী।  এছাড়া তৃতীয় স্থান অর্জন করেছেন দৈনিক ভোরের কাগজের মরিয়ম মনি (সেঁজুতি)।

অপরদিকে সাঁতার পুরুষ বিভাগে দৈনিক সংগ্রামের জাফর ইকবাল চ্যাম্পিয়ন এবং দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল রানার আপ হয়েছেন।  এছাড়া তৃতীয় হয়েছেন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।  ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য ড. সিরাজউদ্দিন, মো. আলমগীর ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।