ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেটের ৪টি খেলা ১৯ ও ২০ মে

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসরের ২টি খেলা শুক্রবার (১৯ মে) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এতে দিনের প্রথম খেলায় হাক্কানী ক্রিকেট ক্লাব ও ট্রিপল এস মাস্টার্স এবং দ্বিতীয় খেলায় আগ্রাবাদ মাস্টার্স ও চিটাগাং ইউনাইটেড মুখোমুখি হবে।

এছাড়া শনিবার (২০ মে) একই মাঠে প্রথম খেলায় লিজেন্ড ক্রিকেট ক্লাব ও এ্যামেচার ক্রিকেট ক্লাব এবং দ্বিতীয় খেলায় চিটাগাং মাস্টার্স ও নাইটিজ উইলোস প্রতিদ্বন্দ্বিতা করবে।