মেসিকে ছাড়া প্রথমবার লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি থাকাকালে একের পর এক শিরোপা জিতেছিল। কিন্তু ক্লাবটি আর্জেন্টাইন মহাতারকাকে হারিয়ে যেন পথ হারিয়ে ফেলে। ন্যু ক্যাম্পের আকাশে জমা হয় ঘন কালো মেঘ।
চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতাতো আছেই, টানা তিন মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি কাতালান ক্লাবটি। তবে ২০২১ সালে বার্সার দায়িত্ব নিয়েই দলকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাভি হার্নান্দেজ।
অবশেষে তিন মৌসুম পর লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল কাতালান ক্লাবটি। সেটিও আবার ৪ ম্যাচ হাতে রেখেই। এটি বার্সেলোনার ২৭তম লিগ শিরোপা। আগের ২৬ শিরোপার ১০টিই জিতেছে একবিংশ শতাব্দীতে, মেসির উপস্থিতিতে।
রোববার (১৪ মে) রাতে এস্পানিওলের মাঠে শিরোপার নেশায় মাঠে নেমেছিল বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে এদিন ৪-২ গোলে জিতেছে জাভির শিষ্যরা। ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৫। অন্যদিকে বার্সেলোনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।
লিগ শিরোপা জয়ের ম্যাচে প্রথম থেকেই বল দখলে একচেটিয়া আধিপত্য দেখায় বার্সেলোনা। ম্যাচে লিড পেতেও বেশি সময় লাগেনি। ১১তম মিনিটে দারুণ নৈপুণ্যে প্রতিপক্ষের জালে জড়ান লেভানদোভস্কি (১-০)। ২০ মিনিটে ব্যাবধান বাড়ান বালদে (২-০)। ম্যাচের ৪০ মিনিটে লেভানডোভস্কি গোলে (৩-০)- তে লিড নেয় বার্সা।
এরপর দ্বিতীয়ার্ধের ৮ম মিনিটে জুলস কুন্দে গোল করে বার্সেলোনাকে চার গোলের লিড এনে দেন (৪-০)। যদিও ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান কমান এস্পানিওলের হাভিয়ের পুয়াদো (৪-১)। ২ মিনিট যোগ করা সময়ের একেবারে শেষ সময়ে আরেকটি গোল শোধ করে হোসেলু (৪-২)। পরপরই রেফারির শেষের বাঁশিতে বার্সেলোনার বড় জয়ের পাশাপাশি লিগ শিরোপাটাও নিশ্চিত হয়ে যায়।