৯ মাস পর তামিমের ব্যাটে ফিফটি

প্রথম দুই ম্যাচেই ব্যর্থ ছিলেন তামিম।  শুধুই এই সিরিজ নয়, লম্বা সময় ধরেই অধিনায়কের ব্যাটে বড় রান নেই।  বিশ্বকাপের আগে তার এমন ফর্ম ভাবাচ্ছিল টিম ম্যানেজমেন্টকে।

তবে আয়ারল্যান্ড সিরিজের শেষ ম্যাচে এসে গতকাল রানের দেখা পেলেন এই অভিজ্ঞ ওপেনার।  দীর্ঘ ৯ মাস পর হাঁফ সেঞ্চুরির দেখা পেলেন তামিম।

৮২ বলে মাইলফলক ছুঁয়ে ৬ চারে ৬৯ রানে তিনি আউট হন।  ওয়ানডেতে এটা তার ৫৬তম ফিফটি।  এ খেলায় টসে হেরে প্রথমে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৮.৫ ওভারে ২৮৪ রান ।

এতে অন্যান্যের মধ্যে মুশফিকুর রহিম ৪৫, নাজমুল হাসান শান্ত ৩৫ , লিটন দাস ৩৫, মেহেদি হাসান মিরাজ ৩৭ ও তৌহিদ হৃদয় ১৩ রান করেন।  আয়ারল্যান্ডের মার্ক আদিয়ার ৪০ রানে ৪ উইকেট দখল করেন।