সব সম্ভাবনা শেষ হয়ে গেলো দিল্লী ক্যাপিটালসের।
নিজেদের শেষ সম্ভাবনাটুকু টিকিয়ে রাখতে শনিবার (১৩ মে) রাতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিলো ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস। কিন্তু এই ম্যাচে শিখর ধাওয়ানের দলের কাছে ৩১ রানের ব্যবধানে পরাজিত হয়ে সবার আগে আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে দিল্লীর।
দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায় ক্যাপিটালস। ব্যাট করতে নেমে প্রাবশিরাম সিংয়ের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে পাঞ্জাব। ৬৫ বলে ১০ বাউন্ডারি এবং ৬ ছক্কায় ১০৩ রান করেন প্রাবশিরাম। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৩৬ রানে থেমে যায় দিল্লী।
এ নিয়ে মোট ১২ ম্যাচ খেলে ফেলেছে দিল্লী। এই ১২ ম্যাচে তাদের অর্জন ৮ পয়েন্ট। বাকি থাকা ২ ম্যাচ জিতলেও তারা সেরা চার দলের একটি হতে পারবে না। সুতরাং, দিল্লীর বিদায় নিশ্চিত।
অন্যদিকে দিল্লীকে হারিয়ে নিজেদের সম্ভাবনা ভালোভাবে টিকিয়ে রেখেছে পাঞ্জাব। ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ১২। রয়েছে, ৬ষ্ঠ অবস্থানে। বাকি দুই ম্যাচ জিতলে একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে।