রোববার (১৪ মে) সকাল ১০টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও থানার ‘এক কিলোমিটার’ এলাকার বস্তিতে আগুন লাগে। তাতে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত হাসিনা বেগম (৫৫) নগরীর ‘এক কিলোমিটার’ এলাকার যমুনা ক্লাব সংলগ্ন নজরুল কলোনির জাকির হোসেনের স্ত্রী। এছাড়াও আগুনে কয়েকজন আহত হয়েছেন বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা পাশের একটি পোশাক কারখানা থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (পটিয়া) মুহাম্মদ আবদুল্লাহ বলেন, লামার বাজার ও কালুরঘাট স্টেশন থেকে মোট চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভানোর কাজ করতে গিয়ে তাদের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আহত কর্মীর নাম মোহাম্মদ ইব্রাহিম।
আগুনে নজরুল কলোনির কমপক্ষে ৪০ টি টিনশেড বসতঘর ও দুটি মুদি দোকান পুড়ে গেছে। এর সঙ্গে লাগোয়া মেরন সান স্কুল এন্ড কলেজের আসবাবপত্র পুড়ে গেছে। তবে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ ও মৃতের পরিবার জানিয়েছে, সিলিন্ডার থেকে সরবরাহ করা গ্যাস দিয়ে চুলা জ্বালিয়ে রান্নার সময় আগুন লাগে।