ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেটে জয় পেয়েছে ইউনাইটেড ও লিজেন্ড

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেটে চিটাগাং ইউনাইটেড ও লিজেন্ড অব ক্রিকেট নিজ নিজ খেলায় জয় পেয়েছে।  শনিবার (১৩ মে) এম এ আজিজ স্টেডিয়ামে ১৮ ওভারে পুণনির্ধারিত ২টি ম্যাচের প্রথমটিতে চিটাগাং ইউনাইটেড ৮ উইকেটে চিটাগাং মাস্টার্সকে এবং লিজেন্ড অব ক্রিকেট ১৫ রানে ট্রিপল এস মাস্টার্সকে হারিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: চিটাগাং মাস্টার্স: ১৩১/৭/১৮ ওভার ও চিটাগাং ইউনাইটেড: ১৩৪/২/১৮ ওভার এবং লিজেন্ড অব ক্রিকেট: ১৬৬/৪/১৮ ওভার ও ট্রিপল এস মাস্টার্স: ১৫১/৭/১৮ ওভার।

২টি খেলায় ম্যাচ সেরা হন চিটাগং ইউনাইটেড ক্লাবের মো. ইসতিয়াক এবং লিজেন্ড ক্রিকেট ক্লাবের মো. জাহেদুল ইসলাম।  খেলা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন, যথাক্রমে চট্টগ্রাম জেলা প্রশাসনের এন ডি সি তৌহিদুল ইসলাম ও সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য আবুল হাসেম।

প্রথম খেলায় চিটাগাং মাস্টার্সের হয়ে রাইসুর রহমান সর্বোচ্চ ৩১ রান করেন।  চিটাগাং ইউনাটেডের ইমরান বিন ইকবাল ৩২ রানে ২ উইকেট দখল করেন।  চিটাগাং ইউনাটেডের জুবায়ের ইসলাম অপ: ৪৫ ও কাজী ইয়াছিন আরাফাত ৪৩ রান করেন।  চিটাগাং মাস্টার্সেও সুমন ১৮ ও মাহতাব ২০ রানে ১টি করে উইকেট নেন।

অন্য ম্যাচে লিজেন্ড ক্রিকেট ক্লাবের মো. জাহেদুল ইসলাম ম্যাচ সেরা ৮০ রান করেন।  ট্রিপল এস মাস্টার্সের আহমেদ রাজীব শিপলু ২ এবং আব্দুল্লাহ আল মাসুম ২০ রানে ২টি করে উইকেট নেন।  ট্রিপল এস মাস্টার্সের রাজেশ দাস ৩৭ রান করেন।  লিজেন্ড ক্রিকেট ক্লাবের মো. জাহেদুল ইসলাম ৮০ রান করার পর বল হাতেও ২৩ রান ৪ উইকেট নিয়ে কোন সন্দেহ ছাড়াই ম্যাচ সেরা হয়েছেন।