প্রতিভাবান ফুটবলারের খোঁজে ‘লোহাগাড়া ফুটবল একাডেমি’, মিলছে সাড়া

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্মার্ট ফোনের অতিরিক্ত আসক্তি ও মাদকের কালো থাবা থেকে শিশু-কিশোরদের দূরে রেখে প্রতিভাবান ফুটবলার বাছাই করতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে লোহাগাড়া ফুটবল একাডেমি।

শুক্রবার (১২ মে ) বিকালে ফুটবলার তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়ার ফুটবল একাডেমির অন্যতম উদ্যোক্তা সাঈদ মোহাম্মদ চিশতী।

তিনি বলেন, ইতিমধ্যে আমরা ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছি। প্রথম দফায় ৬০ জনের বেশি শিশু-কিশোর ফরম পূরণ করেছে। যাদের বয়স ৮ থেকে ১৬ বছর তারাই কেবল এই একাডেমিতে আবেদন করার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, আগামী মাসের ৫ জুন থেকে লোহাগাড়া উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তাদের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আমাদের লক্ষ্য হচ্ছে এখান থেকে জাতীয় মানের কয়েকজন খেলোয়াড় তৈরি করে লোহাগাড়ার জন্য সুনাম বয়ে আনা।

‘এ মহৎ উদ্যোগে যারা এগিয়ে এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে মোজাফফর আহমেদ, রেফারি নাসির উদ্দিন, জিয়াউর রহমান, কুতুব উদ্দিন, মোঃ সোহেল সহ এই কার্যক্রম সংশ্লিষ্ট সকলকে।’

লোহাগাড়া ফুটবল একাডেমির আরেক উদ্যোক্তা ফুটবলার মোজাফফর আহমদ বলেন, এলাকার সাবেক খেলোয়াড়দের সহযোগিতায় এই একাডেমি গঠন করা হয়েছে। খেলোয়াড়দের মধ্যে যাদের আর্থিক অবস্থা দুর্বল তাদের হক এন্টারপ্রাইজের পক্ষ থেকে সর্বোচ্ছ সহযোগিতা করার চেষ্টা করবো। খেলোয়াড়দের যখন যা দরকার তখন তা একাডেমির পক্ষ হতে সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, তৃণমূলে খেলোয়াড় তৈরিতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া খুদে খেলোয়াড়েরাই একদিন দেশ-বিদেশে লোহাগাড়ার নাম ছড়িয়ে দেবে।

‘বয়স ভিত্তিক প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে এবং বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ও যোগ্য ফুটবলার খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নতুন প্রজন্ম খেলাধুলায় আগ্রহী হবে।’ মাদক বা স্মার্ট ফোন আসক্তিতে পা বাড়াবে না বলে মোজাফফর আহমদ যুক্ত করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি নাছির উদ্দিন বলেন, লোহাগাড়ার আপামর মানুষের ভালোবাসা, সহযোগিতা ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের অন্যান্য সাড়া জাগানো ফুটবল একাডেমির মতো লোহাগাড়া ফুটবল একডামি স্থান করে নিবে।

তিনি আরও বলেন, এই একাডেমির ক্ষুদে খেলোয়াড়েরা-ই একদিন জাতীয় দল সহ বিভিন্ন প্রাতিযোগিতামূলক লীগে খেলার সুযোগ করে নিতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। AFC, বাফুফের সার্টিফিকেট ধারি কোচের দ্বারা এই একেডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে।