নড়াইলে নিখোঁজের চারদিন পর সিরাজুল ইসলাম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মে) বিকেলে জেলার লোহাগড়া উপজেলায় পুলিশ এক বাগান থেকে তার লাশ উদ্ধার করে। সিরাজুল উপজেলার ইকরাম শেখের ছেলে। চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল সে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন জানান, গত শনিবার ( ৬ মে ) রাত থেকে সিরাজুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। বুধবার বিকেলে এলাকাবাসী উপজেলার একটি বাগানে তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরিবারের সদস্যরা পরে লাশ শনাক্ত করে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে সিরাজুলকে হত্যা করে তার মুখমণ্ডল দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সিরাজুলের সঙ্গে একই এলাকার এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। সিরাজুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরী, তার বাবা, মা ও ভাইকে আটক করা হয়েছে। তদন্ত করে জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।