শেখ হাসিনার  প্রশংসায় বিশ্ব নেতৃবৃন্দ পঞ্চমূখ : এম এ সালাম

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বিগত ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার ধারাবাহিকতায় জলে স্থলে অন্তরীক্ষে যে উন্নয়ন হয়েছে ; তা আজ বিশ্বের বিষ্ময়।

মঙ্গলবার ( ৯ মে ) সন্ধ্যায় স্থানীয় জনতা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ’কথা বলেন। হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে তৃণমূল কর্মী সমাবেশ ও ঈদ পূনর্মিলণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম এ সালাম বলেন, এক সময়ের ক্ষুধা দারিদ্র্য মঙ্গা ও প্রাকৃতিক দূর্যোগের বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হওয়ায় বিশ্ব নেতৃবৃন্দ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমূখ।পক্ষান্তরে বাংলাদেশের এই অভাবনীয় উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধিতে ইর্ষান্বিত হয়ে বিএনপি ও তাদের মিত্ররা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে থামিয়ে দিতে চায়। তাদের এই অপতৎরতা জনগণের শক্তিতে বলীয়ান আওয়ামী লীগ নেতা কর্মীরা নস্যাৎ করে দেবে।

মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুল আলমের সভাপতিত্বে এবং আবুল মনসুর,আবুল হাশেম ও সালাহউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন শাহ,শওকত আলম চেয়ারম্যান,মো.সেলিম উদ্দিন,ডা.নুরুদ্দিন জাহেদ, উপজেলা আঃ লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম,ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক।

বক্তব্য রাখেন উপজেলা আঃ লীগ নেতা সুলতান আলম,দীন মোহাম্মদ চৌধুরী,আলী আবরাহা দুলাল,মির্জাপুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন সুমন, সাবেক চেয়ারম্যান আলমগীর জামান ও নুরুল আবছার,ছিদ্দিক আহমেদ, এড.মোস্তফা আনোয়ার, উপজেলা যুবলীগ নেতা নাজমুল হুদা মনি,আলমগীর কবির চৌধুরী, স্থানীয় আ: লীগ নেতা মিহির কান্তি দাশ, জুলফিকার আলী,মোঃ আবছার,আবু মনসুর,আনোয়ার হোসেন,মুছা বিএসসি,আবদুল লতিফ, শেখ আহমেদ,মোঃ ইসমাইল,আবু বক্কর, ফরহাদুল হক,মফিজ ছুট্টু,আকবর হোসেন, আবু সাঈদ রিপন, নাসির উদ্দিন,আবু হায়াত মানিক,মিজানুর রহমান,এরশাদ আলম,রুবেল নন্দী,তারেক আলভী প্রমূখ।