পিএসজির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সুযোগে লিওনেল মেসিকে দলে ভেড়াতে চেয়েছিল আল-হিলাল। এজন্য এমনকি ৫০৭ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭০০ কোটি টাকা) খরচ করতেও রাজি ছিল সৌদি প্রো-লিগের ক্লাবটি। নতুন খবর, তাদের প্রস্তাবে রাজি হননি ৩৫ বছর বয়সী বিশ্বকাপ জয়ী আর্জেটাইন অধিনায়ক।
পিএসজির অনুমতি না নিয়ে সৌদি আরবে ভ্রমণ করেন লিওনেল মেসি। পর্যটন দূত হিসেবে দেশটিতে গেলেও কানাঘুষা চলতে থাকে, সেখানে থাকার জায়গা দেখতে গিয়েছিলেন তিনি। সৌদি সরকারও তাকে নিতে টাকার বস্তা নিয়ে বসে আছে বলে গুঞ্জন ওঠে। সম্ভাব্য গন্তব্য ধরা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের প্রতিদ্বন্দ্বী আল হিলালকে।
পিএসজির দুই সপ্তাহের নিষেধাজ্ঞার কারণে মেসি প্যারিসে আর থাকছেন না, এমন ধারণা জোরালোভাবে ওঠে। তবে পাঁচ দিনের মাথায় সেই শাস্তি তুলে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সোমবার পিএসজির অনুশীলনে ফিরেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। খুশিমনেই একাকী ঘাম ঝরান তিনি।
কিন্তু ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ক্লাবটির সঙ্গে। তারপর ফ্রি এজেন্ট। এখন পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নরা তার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে এগোয়নি। সবশেষ সৌদি সফরে যাওয়ার কারণে ও দেশটির প্রকৃতি নিয়ে মুগ্ধতা প্রকাশ করায় সেখানকার কোনও ক্লাবে তাকে দেখছিলেন তার ভক্তরা।
আল হিলালের ৪০ কোটি পাউন্ডের প্রস্তাব ইতোমধ্যে গ্রহণ করেছেন বলে গুঞ্জন ওঠে। তবে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবর, সৌদি ক্লাবের প্রস্তাবে রাজি হননি মেসি। আপাতত নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি। এখন তার সব মনোযোগ দ্বিতীয় লিগ ওয়ান ট্রফি জেতার দিকে। মৌসুম শেষ হলেই সিদ্ধান্ত নেবেন। ফ্রান্সে ৪ জুনের আগে মৌসুম শেষ হবে না, তার আগে কোনও কথা নয়।