মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উদযাপন

মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে কবি গুরু রবীন্দ্রনাথের ১৬২তম জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

এ সময় তিনি রবীন্দ্রনাথের মহৎ চিন্তা ও সৃষ্টিশীলকর্ম নিজেদের মাঝে ধারণ করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, বাঙালির আত্মপরিচয়ের অন্যতম স্তম্ভ বিশ্ববরেণ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন বিশ্বজনীন বাঙালি। তার সৃষ্টি বাঙালির মননে চিরন্তন অনুরণন জাগায়। তাকে কেন্দ্র করে কেবল পাকিস্তানি সরকারের বিতর্কিত ভূমিকা নয়, ১৯৭১ এর আগে থেকেই বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য চিহ্নিত হয়েছে তারই মাধ্যমে। বাঙালি জাতীয়তাবাদের মহানপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর অন্যতম অনুঘটক। তার দীর্ঘ কারাজীবনের সঙ্গী ছিল রবীন্দ্রনাথের ‘গীতবিতান’।