টাইগার অধিনায়ক তামিম বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে সাত নম্বর ব্যাটিং পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে দাঁড়িয়ে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেয়ার সঙ্গে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন ফিনিশাররা। ক্রিকেটের আধুনিকায়নের ফলে টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও গুরুত্ব বেড়েছে তাদের। বাংলাদেশে অবশ্য এমন কিছুর অভাব অনেকদিন ধরেই। টি-টোয়েন্টি হোক কিংবা ওয়ানডে কোথাও দেখা নেই পরিপূর্ণ ফিনিশারের।
রোববার (৭ মে) ইংল্যান্ডে ইংল্যান্ডে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে নিজ দল প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম এসব কথা বলেন।
টাইগার অধিনায়কের মতে, সাত নম্বর পজিশনে ২৫ রানও অনেকক্ষেত্রে পঞ্চাশ রানের মতো, পাঁচটা বোলার থাকলে যেকোনো একদিন যদি কারও খারাপ যায় তখন আপনি অধিনায়ক ও দল হিসেবে বিপাকে পড়বেন। এই কম্বিনেশনগুলা আমরা দেখছি। ৭ নম্বর খুবই গুরুত্বপূর্ণ পজিশন আর আমি আগেও বলেছি এই পজিশনে খুব বেশি সাধুবাদ পায় না। ৭ নম্বরে কখনও কখনও ২৫ রান ফিফটির সমান।’
এই সাত নম্বর পজিশনকে তামিম থ্যাংকলেস জবের সাথে তুলনা করে বলেন, ‘২৫ রান করে কেউ যদি আউট হয়ে যায় তিনদিন পর আমরা বলি যে ওতো রান করছে না। এটা আসলে থ্যাংকসলেস পজিশন। আমার কাছে মনে হয় ওই পজিশনের জন্য আমাদের হাতে ২-৩ জন আছে। যে সেই জায়গার জন্য উপযুক্ত হবে আমরা তাকেই খেলাবো।