পুকুর ভরাট করায় জরিমানা

৫০ হাজার টাকা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুকুর ভরাটের দায়ে দুই জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৫ মে) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পান।

পরে পুকুরের মালিক দিদারুল আলম অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।  পরিবেশ সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড দেন ইউএনও শাহিদুল আলম ।

পাশাপাশি পুকুরটির ভরাট কাজ বাস্তবায়নের অপরাধে ওই এলাকার সাবেক ইউপি সদস্য আলী আহসানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোনো কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে।  পরিবেশের ঝুঁকি তৈরি করে পুকুর বা কোনো জলাধার ভরাট করতে দেওয়া হবে না।  পরিবেশের ভারসাম্য রক্ষায় সবার সচেতনতা জরুরি।