১৭ জুন ইঞ্জি. মোশাররফ হোসেনকে সংবর্ধনা দেবে চট্টগ্রামের নাগরিক সমাজ

মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের সদস্য এবং জাতীয় সংসদের সদস্য (চট্টগ্রাম-১) ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ৮০তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে তাকে চট্টগ্রামের নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে গত মঙ্গলবার (২ মে) বিকেলে নন্দনকাননস্থ বাসভবনে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বুদ্ধিজীবী ও পেশাজীবী নেতৃবৃন্দ মিলিত হয়েছিলেন।

বৈঠকে আগামী ১৭ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবর্ধনা গ্রন্থ এবং একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. শিরীণ আখতারকে সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিককে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নাগরিক সংবর্ধনা কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপাচার্য্য ড. শিরীণ আখতার, মুক্তিযোদ্ধা, সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, কবি ও নাট্যকার অভীক ওসমান, মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংবাদিক আসিফ সিরাজ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন শাহ, কলাকেন্দ্রের সাধারণ সম্পাদক সুজিত ভট্টাচার্য্য দোলন, সুজিত দাশ অপু, সুজিত চৌধুরী মিন্টু, রোজী চৌধুরী, মিঠু কুমার দাশ, সত্যজিৎ দাশ, শিল্পী শীলা চৌধুরী, বেবী দাশ নুপুর, রায় নন্দিনী, রোজী সাহা চক্রবর্তী ও কবিতা নন্দী, জয়নুদ্দিন আহমদ, নূর খান, ইরফান কাদেরী, আশিকুন্নবী চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ, রিতাপ উদ্দিন বাবু, নন্দিতা দাশগুপ্তা, ইমরান খোন্দকার, মুরাদ, মোহাম্মদ ফয়েজ প্রমুখ। বিজ্ঞপ্তি