বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সালমাদের। মঙ্গলবার (২ মে)  কলম্বোর পি সারা ওভালে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। ফলে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও কোনো ফলাফল আসেনি।

পরশু সোমবার রাত থেকেই শুরু হয়েছিল এ বৃষ্টি। যা চলছিল গতকাল সকাল নাগাদ। মাঠের চার পাশেই থৈ থৈ করছিল পানি, ক্রিকেটাররা হোটেল থেকেই আসতে পারেননি মাঠে। একসময় বৃষ্টি না থামায় এবং মাঠ খেলার উপযোগী তৈরী না হওয়ায় দ্বিতীয় ওয়ানডেকে পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফরি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গতকাল কোনো বলই গড়ায়নি মাঠে। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।