চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে, রেল চলাচল স্বাভাবিক

চট্টগ্রামে টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।  শনিবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  এদিকে অঅগুন নিয়ন্ত্রণে আসার সারাদেশের সাথে রেল চলাচলও স্বাভাবিক হয়েছে।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাটে একটি টায়ারের গোডাউনের ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ জানান, দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাটে ওই টায়ারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে প্রায় ২ ঘণ্টা পর ওই টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে।  আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম জানান, দেওয়ানহাটে টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসার পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।