দিনাজপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  এ সময় আহত হয়েছেন আরও সাতজন।  রোববার (১৬ এপ্রিল) সকালে উপজেলার দিওড় বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

বিরামপুর থানার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিরামপুর উপজেলার দিওড় বটতলী এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ সময় বাসের চালক এবং পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হন।  পরে আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।