ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনে সিরামিকের গুদাম আগুনে পুড়েছে। মঙ্গলবার (১১ এপিল) সকাল পৌনে ১১টার দকিে বিসমিল্লাহ টাওয়ারের পাশে ওই ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে পাঁচটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনটি যোগ দেয়। নিয়ন্ত্রণ কক্ষের র্কমর্কতা শাহজাহান শিকদার অবশ্য অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারনেনি।
বিসমিল্লাহ টাওয়ারের ব্যবসায়ী আবু সাইদ বলেন, তাদরে ভবনের পাশে বংশী রোডে ওই সিরামিকের গুদামে আগুন লাগার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়। তবে আগুন ছড়াতে পারেনি। চকবাজার থানার ওসি আব্দুল কাইউম জানান, আগুনে হতাহতের কোনো খবর তারা পাননি।