চট্টগ্রামে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না,বাসি খাবার সংরক্ষণ, পোকা খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরিসহ নানা অভিযোগে নগরীর তিন রেস্টুরেন্টতে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে নগরীর চকবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

মো. আনিছুর রহমান বলেন, পোকা খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরির অপরাধে নগরীর চকবাজার এলাকার কাচ্চি ডাইনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ,বাসি খাবার সংরক্ষণের দায়ে একই এলাকার জামান হোটেলকে ২০ হাজার ও অনুমোদনবিহীন কসমেটিকস রাখার দায়ে বালি আর্কেডের ব্র্যান্ড এভিনিউকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে পরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার পরিবেশন করা হয় সেই বিষয়ে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন যেকোনো অপরাধে ভোক্তা অধিকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।