চবি’র শামসুন্নাহার হলে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামসুন্নাহার হলের নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রোকেয়া খাতুন নামে এক ছাত্রী।   শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে হলটির ২১০ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

রোকেয়া চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  তার বাড়ি লালমনিরহাট সদরের নায়েকগর হারাটি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।  মৃতদেহ লাশঘরে রাখা হয়েছে।  তার পরিবারকে খবর দেয়া হয়েছে।  তারা আসলে পোস্ট মর্টেমে নেয়া হবে।

তবে, এটা হত্যা নাকি আত্মহত্যা এ প্রশ্নের জবাবে প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে যে, এটা হত্যা নাকি আত্মহত্যা।  আপাতত তেমন কোন তথ্য আমাদের কাছে নেই।