কর ব্যয় বাড়লেও বিক্রি ও নগদ প্রবাহে শক্ত অবস্থান
ঢাকা: তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি চলতি ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উল্লেখযোগ্য আয় ও মুনাফা বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত এ প্রতিবেদনে দেখা যায়, বাজারে বিক্রি বৃদ্ধির ধারাবাহিকতা এবং পরিচালন কার্যক্রমে ইতিবাচক নগদ প্রবাহ কোম্পানিটির আর্থিক অবস্থানকে আরও মজবুত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ২০ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের ১২ কোটি ৯২ লাখ টাকা থেকে প্রায় ৫৮ শতাংশ বেশি। বিশ্লেষকদের মতে, এ প্রবৃদ্ধি মূলত দেশব্যাপী আইসক্রিম বাজারে চাহিদা বৃদ্ধি ও বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণের ফল।
শেয়ারপ্রতি আয়ে শক্ত প্রবৃদ্ধি
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২৪ পয়সা, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ১ টাকা ৫২ পয়সা। ডাইলুটেড ভিত্তিতে ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কর ব্যয় তুলনামূলক বেশি হলেও রাজস্ব বৃদ্ধির কারণে ইপিএস বৃদ্ধির গতি ধরে রাখা সম্ভব হয়েছে।
নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি
কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে বড় ধরনের উন্নতি দেখা গেছে। ডাইলুটেড ভিত্তিতে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৪ টাকা ৪৮ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল মাত্র ১ টাকা ৭৮ পয়সা। এ অগ্রগতি কোম্পানির চলতি দায় পরিশোধ ও ভবিষ্যৎ বিনিয়োগ সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা।
সম্পদমূল্য ও আর্থিক অবস্থান
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ২২৯ কোটি টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ১৫ পয়সা, আর ডাইলুটেড ভিত্তিতে ১২ টাকা ৫২ পয়সা। এ তথ্য কোম্পানিটির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।
কর ব্যয় ও ভবিষ্যৎ সম্ভাবনা
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচ্য সময়ে কর ব্যয় বেড়েছে। তবে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, ব্র্যান্ড শক্তিশালীকরণ এবং বাজার সম্প্রসারণের কারণে সামগ্রিকভাবে আয় ও মুনাফায় ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান প্রবৃদ্ধি ধারা অব্যাহত থাকলে লাভেলো আইসক্রিম পিএলসি আগামী প্রান্তিকগুলোতেও ভালো আর্থিক ফলাফল প্রদর্শন করতে সক্ষম হবে।