পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় গলায় ফাঁস দিয়ে রানা মিয়া সজিব (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (০৪ এপ্রিল) ভোর ৫টার দিকে নগরীর অক্সিজেনের খোলনশাহ মাজার সংলগ্ন শহীদপাড়া এলাকার একটি বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সিভয়েসকে বলেন, ‘পারিবারিক কলহকে কেন্দ্র করে ভিকটিম নিজ বাসায় গলায় ফাঁস দেয়। গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।