গাজীপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদ এবং ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নার্স ও মিডওয়াইফদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস ও মিডওয়াইফারি সংগ্রাম পরিষদের আয়োজনে এ বিক্ষোভ হয়। সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল ফজলের নেতৃত্বে হাসপাতালের কর্মরত নার্স, মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীরা এতে অংশ নেন।
বিক্ষোভকারীরা হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে। তারা আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করার পর গাজীপুর প্রেসক্লাবের সামনে দিয়ে সদর হাসপাতালের মূল ফটকের সামনে গিয়ে সমবেত হন। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির সিদ্ধান্তকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য আখ্যায়িত করেন। তারা বলেন, এই সিদ্ধান্ত দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ব্যাহত করবে এবং নার্সিং পেশার মর্যাদাকে ক্ষুণ্ণ করবে।
বক্তাদের পক্ষ থেকে উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে পদোন্নতি কাঠামো সংস্কার, জনবল সংকট নিরসন, ঝুঁকিভাতা বৃদ্ধি এবং স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বহাল রাখা। তারা এই দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন দাবি করেন।
বক্তারা আরও সতর্ক করে বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাবেন। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে শতাধিক নার্স, মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।