গোপালগঞ্জ স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং মেডিকেয়ার জাপানের উদ্যোগে ‘স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’ স্থাপন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর, বুধবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব ফারজানা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, টুঙ্গিপাড়া।

Special Guest হিসেবে উপস্থিত ছিলেন—
Mr. Yuto Taneda, Managing Director, GWA, Japan।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, সিভিল সার্জন, গোপালগঞ্জ। ডা. তানভীর আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, টুঙ্গিপাড়া। মুফতি ওসামা আমিন, নায়েবে মুহতামিম, গওহরডাঙ্গা মাদ্রাসা। জনাব মালেকা পারভীন, অধ্যক্ষ, অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন—ড. শেখ আলীমুজ্জামান, চেয়ারম্যান, মেডিকেয়ার জাপান।

আলোচনা সভায় বক্তারা বলেন, টুঙ্গিপাড়ায় একটি আধুনিক মানের স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠিত হলে স্থানীয় যুবসমাজ জাপানসহ বিভিন্ন দেশে উচ্চমানের প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দক্ষ জনশক্তি গঠনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।