নান্দাইলে উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণীসম্পদে হবে উন্নতি।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশব্যাপী পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫। এ উপলক্ষ্যে নান্দাইলে বর্ণাঢ্য উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ খ্রি. (১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেবেকা ডলি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. আবু সাদাত মোঃ সায়েম। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র মৎস কর্মকর্তা শাহানা নাজনীন, মাধ্যমিক শিক্ষা অফিসার, রফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা হিসাবরক্ষণ অফিসার গোলাম কিবরিয়া, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, খামারিদের পক্ষে বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক সহ অনেকেই।

বক্তারা বলেন, দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রযুক্তি, উন্নত চিকিৎসা সেবা এবং খামারিদের প্রশিক্ষণ বাড়াতে পারলে নান্দাইলে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে। তারা প্রাণিসম্পদ দপ্তর ও খামার উভয়ের সমন্বিত প্রচেষ্টায় উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। জাতে আমাদের দেশের প্রাণী দিয়েই আমিষের চাহিদা পূর্ণ হয়। প্রদর্শনীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, খামারিদের অংশগ্রহণে মোট ২৩টি স্টল স্থাপন করা হয়। খামারিরা তাদের দেশীয় গবাদিপশু, দুগ্ধজাত পণ্য, হাঁস-মুরগি, ছাগল-ভেড়া, মাছ, আধুনিক খামার প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করেন।
উদ্বোধনী আলোচনা শেষে প্রধান অতিথি সহ কর্মকর্তারা প্রতিটি স্টল পরিদর্শন করেন। তারা অংশগ্রহণকারী খামারিদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, খামারি, সাধারণ দর্শনার্থীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত সাথে ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, নান্দাইল উপজেলায় প্রত্যেকেই যার যার জয়গা থেকে কাজ করে নান্দাইল উপজেলা সহ সারা দেশের আমিষ ও অর্থনীতিতে অবদান রাখতে হবে। বিশেষ করে নারীদের এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন খামারিদের অনুপ্রাণিত করবে এবং নান্দাইল উপজেলায় প্রাণিসম্পদ খাতে ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করবে। নরীরা যত স্বাবলম্বী হবে দেশ ততই এগিয়ে যাবে।