গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ফজর আলী বিশ্বাস সংগঠনের সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
আজ ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ৪ টায় তিনি টুঙ্গিপাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। তিনি উপজেলার গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা, পিতা মোঃ আলী বিশ্বাস।
ফজর আলী বিশ্বাস বলেন: ব্যক্তিগত ব্যস্ততা এবং পারিবারিক কারণে আমি এই পদ থেকে পদত্যাগ করছি। আমি এখন থেকে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে জড়িত থাকবো না।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি আরও জানান: আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সঙ্গে কাজ করেছি। সংগঠনের প্রতি আমার সম্মান থাকবে, তবে এখন সময় হয়েছে নিজেকে অন্য পথে নিয়ে যাওয়ার।
তার এই পদত্যাগে পাটগাতি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে দেখলেও কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন। পদত্যাগের বিষয়টি ছাত্রলীগের উপজেলা ও জেলা কমিটিকে জানানো হয়েছে।