অতিরিক্ত মূল্যে সার বিক্রয়, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমান

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সরকারি নির্ধারিত সারের মুল্যের অতিরিক্ত দামে কৃষকের নিকট সার বিক্রির দায়ে মেসার্স রবিন এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর ২৫ইং) সখিপুর বাজারের ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি এ অভিযান পরিচালনা করেন। এসময় সখিপুর বাজারের ডিলার মেসার্স রবিন এন্টারপ্রাইজকে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি কে এম রাফসান রাব্বী বলেন, গোপন সংবাদের ভিক্তিতে সখিপুর বাজারে মেসার্স রবিন এন্টারপ্রাইজের বিরুদ্ধে ডিএসপি ও ডিএপি সার অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। আজ সেখানে গেলে দেখা গেছে একজন কৃষকের কাছে ২৪০০ টাকা মুল্যের ডিএসপি ও ডিএপি ২ বস্তা সার ৩৪০০ টাকা বিক্রি করেছে। বিষটি প্রমানিত হয়ে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।