গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা সভাপতি আলমগীর খানের শুভ জন্মদিন। দীর্ঘদিন ধরে তিনি পেশা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। জন্মদিন উপলক্ষে গাজীপুর জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করেছেন। স্থানীয় সাংবাদিক সমাজ তার বাড়িতে ও বিভিন্ন সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। আলমগীর খান তার দায়িত্বশীল ও নিষ্ঠাবান সমাজসেবামূলক কাজের মাধ্যমে গাজীপুরবাসীর মনে বিশেষ স্থান করে নিয়েছেন। তার জন্মদিনে সহকর্মী, অনুসারী ও শুভানুধ্যায়ীরা তার সুস্থতা, দীর্ঘায়ু ও সামাজিক কর্মকাণ্ডের অব্যাহত সাফল্য কামনা করেছেন। এ উপলক্ষে একটি শুভেচ্ছা সমাবেশেরও আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।