বহিষ্কারাদেশ প্রত্যাহার: গাজীপুরের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি বিএনপিতে পুনর্বহাল
গাজীপুর মহানগরীর ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সুপ্রিম কোর্টের আইনজীবী বিএনপি নেতা নজরুল ইসলাম খান বিকির বিরুদ্ধে পূর্বে আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য হিসেবে বহাল হলেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে, যা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, দলের দীর্ঘদিনের কর্মী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে অসামঞ্জস্যের অভিযোগে প্রাথমিক সদস্য পদ বাতিল করা হলেও পরে তদন্ত ও পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপি ও দলীয় নেতাকর্মীরা নজরুল ইসলাম খান বিকির সক্রিয়তা, ত্যাগ, দলের প্রতি আনুগত্য এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন। তারা বলছেন, তার ফেরায় গাজীপুর মহানগর বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
এদিকে পূবাইলসহ আশপাশের এলাকাজুড়ে সমর্থকদের মধ্যে আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। দলীয় নেতাকর্মীদের মতে, এ সিদ্ধান্ত তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক ঐক্য ও শক্তি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
একজন স্থানীয় নেতা বলেন, নজরুল ইসলাম খান বিকি নেতৃত্বে, দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচিত একটি নাম। তিনি দলে ফেরায় আমাদের শক্তি ও সম্ভাবনা উভয়ই বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিএনপি সমর্থিত সাধারণ ভোটারদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন এবং দলীয় হাইকমান্ডকে ধন্যবাদ জানান।