শ্রীপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, শোকে এলাকা অচল

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার চার দিন পর আনাস (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের একটি বিল থেকে লাশটি তোলা হয়। শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির সামনে খেলনার সাইকেল নিয়ে খেলতে গিয়ে আনাস নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রবিবার সকালে স্থানীয়রা বিলে ভাসমান লাশ দেখে পুলিশকে তথ্য দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক নিশ্চিত করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে ওই বিলে ফেলা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। নিহত আনাস রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের আল আমিন খানের ছেলে ছিলেন।