নানা আয়োজনে পূবাইল থানা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বেলা দশটায় বর্ণাঢ্য একটি র্যালী পূবাইলের মাঝুখান পশ্চিম পাড়া এলাকা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে করমতলা এসে শেষ হয়। এ সময় পূবাইল থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক সোহেল খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ,পূবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক আওলাদ হোসেন ব্যাপারী,৪০নং ওয়াড যুবদলের সহ সভাপতি রাজিব হোসেন,যুবদল নেতা, সাফিজুল ইসলাম, যুবদল নেতা শাকিল ভূইয়া ,কবির হোসেন খান ,আহসান উল্লাহ মন্ডল,টুটুলসহ পূবাইল থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।