চট্টগ্রামে বিয়ের চারদিনের মাথায় নববধুর আত্মহত্যা

বিয়ের চারদিনের মাথায় চট্টগ্রামে বায়েজিদে তিশা আক্তার নিপা (১৯) নামে এক নববধু আত্মহত্মা করেছেন।  রোববার বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় আল বারাকা হাইটস ভবনের ১১ তলায় এ ঘটনা ঘটে।

তিশা আক্তার নিপা, চাদঁপুর জেলার বাসিন্দা হলেও নগরের অক্সিজেন এলাকায় পরিবার বসবাস করে।  গত বৃহস্পতিবার (৩০ মার্চ) মাগরিবের নামাজের পরে পারিবারিকভাবে আব্দুল্লাহ আল হারুনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গেল বৃহস্পতিবার পারিবারিকভাবে ৫ লাখ টাকা কাবিনে আব্দুল্লাহ আল হারুনের সাথে নিপার বিয়ে হয়।  হারুনের আগের সংসার ছিল।  সেই সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে।  বিয়ের পরে আরেফিন নগরের বাসায় নিয়ে যাওয়া হয় নিপাকে।  কথা ছিল ঈদের পর অনুষ্ঠান হবে।  রোববার  নিপা মা মুন্নী বেগমকে ফোন করে বলেছিল বাসায় আসতে চায়।  তবে মা নিষেধ করে নিপার স্বামী হারুন বাসায় ফিরলে একসাথে সন্ধ্যায় আসতে বলে।  স্বামী হারুন বাসায় ফিরলে নিপাকে হারনুনকে বলে, আমি দশ মিনিট একা থাকতে চাই।  হারুন স্ত্রীর কথায় সায় দিয়ে অন্য রুমে নামাজ আদায় করে। নামাজ শেষে নিপাকে ডাকতে গেলে ভিতর থেকে দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে রুমে ঢুকে দেখে নিপা ফ্যানের সাথে ওড়না জড়িয়ে ঝুলে আছে।  ওই অবস্থায় নিপাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান দেশ বর্তমানকে বলেন, তিশা আক্তার নিপার মৃত্যুর ঘটনায় নিপার বাবা মো. লাকী (৫১) থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। আমরাও প্রাথমিকভাবে  ধারণা করছি নিপা আত্মহত্যা করেছে।  কোন অভিমান থেকে নিপা আত্মহত্যা করতে পারে।

 

এদিকে তিশা আক্তারের মা মুন্নী বেগম বলেন, গত বৃহস্পতিবার পারিবারিকভাবে তিশা আক্তার নিপা সঙ্গে আব্দুল্লাহ আল হারুনের ৫ লাখ টাকা কাবিনে বিয়ে হয়।  বিয়ের পরে নগরের বায়েজিদ বোস্তামীর আরফিন নগরের বাসায় নিয়ে যাওয়া হয়।  ঈদের পরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল।  আমাদের আর্থিক অবস্থা ভাল ছিল না, বিয়ের সব টাকা পয়সা হারুন খরচ করেছে।

নিপার স্বামী আব্দুল্লাহ আল হারুন বলেন, নিপার সঙ্গে মায়ের কথা হয়েছিল, তখন মা আগামীকাল সোমবার বাড়িতে যেতে বলেছিল। যার কারণে অভিমান করে আত্মহত্যার পথ বেঁচে নিবে কল্পনা করেনি।  বাসায় গলায় ফাঁস দেওয়ার ৯৯৯ কল দেওয়া হয়েছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা  বলেন, বিকেল পৌনে ৫টার দিকে তিশা আক্তার নিপা নামে এক নববধূকে হাসপাতাল ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার আনা হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।