গাজীপুর মহানগরীর পূবাইলে একটি কাভার্ডভ্যান চুরি হওয়া গাড়িটির যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে পূবাইল থানা পুলিশ।এ সময় গাড়ি চুরির সঙ্গে জড়িত দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন শান্তিনগর সাকিনস্থ জাবেদ ফিলিং স্টেশন এর পূর্ব পাশে সোহেল অটো মোবাইল এর ভিতর হতে কাভার্ডভ্যানটির যন্ত্রাংশ উদ্ধার করে। গ্রেফতাররা হলেন শেরপুর জেলার শ্রীবর্দী থানার টাংগারপাড়া (মটকি বাড়ী) এলাকার মোঃ নাজুর ছেলে সোহেল (৩০) ও মোঃ শফিকুল ইসলাম সোহেল (৩৬) তাদের বিরুদ্ধে পূবাইল থানায় একটি মামলা দায়ের করে।
মামলার বরাত দিয়ে পূবাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সুলতান শাহ শাওন এর একটি টাটা ৪০৭ মডেলের কার্ভার ভ্যান গাড়ী যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ন-১৪-৯৭৭৯। আসামী সোহেল তার অধিনে বেতনভুক্ত হইয়া প্রায় ষোলো দিন ধরিয়া মাজুখান এক্সকুলুসিভ ক্যান লিমিটেডের বিভিন্ন মালামাল কাভার্ডভ্যান গাড়ী দ্বারা আনা নেওয়া করতো এবং গাড়ীটি এক্সকুলুসিভ ক্যান লিমিটেডের গ্যারেজে থাকতো। ওখান থেকেই গত (৬সেপ্টেম্বর) দুপুরে গাড়ীটি চুরি করে নিয়ে যায় প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেফতারকৃত আসামিরা।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মো. আমিরুল ইসলাম জানান, গাড়ি চোরদের ধরতে এবং গাড়িটি উদ্ধার করতে তদন্ত শুরু করে পুলিশ। পরে গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া গাড়িটির অংশবিশেষ উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।