গাজীপুরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কয়ের ও ভাইরাল খাতিয়া ব্রিজ এলাকায় অর্ধশতাব্দী পর আবারও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমায় হাজারো দর্শক।

মাদককে না বলি—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নৌকা বাইচের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনও করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় একাধিক দল, আর ঢাকঢোলের তালে তালে নৌকা চালনার দৃশ্য উপভোগ করতে নদীপাড়ে মানুষের ঢল নামে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিএসটিআই বিভাগীয় প্রধান মাজহারুল হক কাজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন। উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন শহিদুল হক সোহেল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এডভোকেট সোলেমান মোল্লা, আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা নুরুউদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক হান্নান ভুঁইয়া এবং নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল হক জুয়েল,পর্যটন পুলিশের উপ-পরিদর্শক সুমন চন্দ্র দাস প্রমুখ।

দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নদীপাড়ে এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।