গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ বিশেষ অyভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামী মোঃ রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় (১৯) কে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ভুক্তভোগীর মা মায়া বেগম (৪১) তার নাবালিকা মেয়ের (১৪) বিরুদ্ধে আসামীর অনৈতিক আচরণের অভিযোগে মামলা দায়ের করেন। আসামী রিয়াজুল ইসলাম ভোলা জেলার দুলারহাট থানার চর তোফাজ্জল গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন করমতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ভিকটিমের পরিবারের অভিযোগ অনুযায়ী, পরিচয়ের সূত্র ধরে হৃদয় কৌশলে মেয়েটিকে সম্পর্কের প্রলোভনে কুদাব সিঙ্গারটেক এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পোশাক খুলে ধর্ষণের চেষ্টা চালায়।
প্রথমে লজ্জা ও ভয়ে ঘটনাটি গোপন রাখলেও পরে মানসিকভাবে ভেঙে পড়ে ভিকটিম মায়ের কাছে সব খুলে বলে। এ ঘটনায় মা পূবাইল থানায় মামলা দায়ের করেন।
এজাহারের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকাল ১১টা ৩৫ মিনিটে করমতলা এলাকা থেকে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।