বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর জেলা ও মহানগর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশটি (৫ আগস্ট) মঙ্গলবার সকাল ১০টায় শিববাড়ি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর জামায়াতে আমীর ওমজলিসে শূরা সদস্য অধ্যাপক মুহা. জামাল উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী সংগ্রাম।শেখ হাসিনা যে মানুষের উপর যে অত্যাচার অবিচার করেছে তার বিরুদ্ধে সচ্যার হয়ে এ সংগ্রাম চালিয়েছে।আজও আমরা একই স্বৈরতান্ত্রিক আগ্রাসনের মুখে। জামায়াত ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে ইনসাফ ও ন্যায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাবে। গাজীপর জেলা জামায়ারেত আমীর ড. মো.জাহাঙ্গির আলম বলেন, ছাত্রদের জুলাই গণঅভ্যুাত্থান বাংলার ইতিহাস এক নজির বিহীনএকটি গৌরবোজ্জ্বল অধ্যায়।এই দিনে ছাত্র-জনতা এক কাতারে শামিল হয়ে দুর্নীতিবাজ ও স্বৈরশাসকদের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে তুলেছিল, তা আজও আমাদের জন্য প্রেরণার উৎস।
বর্তমান দু:শাসন, গণতন্ত্রহীনতা ও দমন-পীড়নের পরিবেশ আমাদের আবারও সেই চেতনাতেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমি এই মঞ্চ থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো বৈধ ভোটাধিকার, মানবিক অধিকার কিংবা ন্যায়বিচার থেকে পিছু হটবে না। আমাদের সংগ্রাম দেশপ্রেমের, ইনসাফ প্রতিষ্ঠার এবং জাতিকে মুক্তির পথে এগিয়ে নেওয়ার। জনগণের ম্যান্ডেট পেলে আমরা গাজীপুর তথা বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তার রূপরেখা বাস্তবায়ন করব। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের হক আদায়ের জন্য রাজনীতি করি। সমাবেশে আরও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান,নায়েবে আমীর হোসেন আলী, জেলা নায়েবে আমীর মাওলানা মো. সেফাউল হক, জেলা সেক্রেটারি মো. সফিউদ্দিন, সহকারি সেক্রেটারি মো. মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস,মহানগর সহকারী সেক্রেটারি মো. আজহারুল ইসলাম মোল্লা ও মো. আফজাল হোসাইন। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে জয়দেবপুর চৌরাস্তা সড়ক প্রদক্ষিণ করে সার্ডি এলাকায় গিয়ে শেষ হয়।