পূবাইলে বকেয়া বেতন ও নির্যাতনের প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের করমতলা এলাকায় বকেয়া বেতন, শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগে বিক্ষোভ ও কর্মবিরতির কর্মসূচি পালন করেছে ভার্চুয়াল নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরা।

রোববার (১৩ জুলাই) সকাল ৯টায় পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের করমতলা এলাকায় ওই গার্মেন্টসের সামনে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে গার্মেন্টসের প্রধান ফটকে তালা লাগিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকেরা প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে বকেয়া বেতন পরিশোধ ও শারীরিক নির্যাতনের বিচার দাবি করেন।

একজন নারী শ্রমিক জানান, “আমরা দিনরাত খেটে কাজ করি, সময়মতো বেতন পাওয়ার আশায়। কিন্তু মাসের পর মাস বেতন বিলম্বে দিচ্ছে। এতে বাসাভাড়া, দোকানের বাকি—সবকিছুতেই সমস্যায় পড়ছি। উপরন্তু আমাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়। নতুন ডি.জি.এম আব্দুর রউফ আমাদের সঙ্গে অমানবিক আচরণ করছেন, যা আগে কখনো ঘটেনি।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শ্রমিক জানান, “গত মাসের বেতন এখনও দেয়নি। বছরে যে ছুটির টাকা পাওয়ার কথা, তাও দেয়া হয়নি।”

আরেকজন শ্রমিক অভিযোগ করেন, “বেতনের নির্ধারিত তারিখ ৭ তারিখ হলেও তা ২৫ তারিখে দেয়। এবার বলছে ২০ তারিখে দিবে। আমাদের বোনাস ও ছুটির টাকা এখনো বাকি।”

শ্রমিকদের অভিযোগ, কারখানার ভেতরে এসব বিষয়ে কথা বলতে গেলেও তাদের অফিসে ডেকে নিয়ে মারধর করা হয়।

এ বিষয়ে পূবাইল থানার শেখ ওসি আমিরুল ইসলাম বলেন, “বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

তবে অভিযোগের বিষয়ে জানতে ভার্চুয়াল নীটওয়্যার লিমিটেডের ডি.জি.এম আব্দুর রউফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।