মায়ের হাতে দুই শিশুসন্তান হত্যা

গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুকে বটি দিয়ে কুপিয়ে হত্যর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরদিন শনিবার বিকেলে মৃত শিশুদের বাবা আব্দুল বাতেন বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাত ব্যক্তি এ হত্যাকান্ড ঘটিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার ঘটনার পর শিশুদের বাবা-মাকে থানায় এনে হত্যার ঘটনার কারণ জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।পুলিশের করা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা আলেয়া বেগম ওরফে সালেহা(৩৬) দুই শিশুকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক(এসআই) আব্দুল্লাহ আল রুমান বলেন,শিশুদের বাবা-মাকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ ও ভবনের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে হত্যার সঙ্গে মা আলেয়া বেগমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।আজ(শনিবার) বিকেলে আব্দুল বাতেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এর আগে শুক্রবার রাতেই মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(অপরাধ)দক্ষিন নূর মোহাম্মদ নাসিরুদ্দিন দৈনিক দেশ বর্তমানকে বলেন, হত্যা ব্যবহৃত বটি জব্দ করা হয়েছে। আলেয়া বেগম নিজ শিশুদের হত্যার দায় স্বীকার করেছেন।শিশুদের হত্যা করতে গিয়ে তিনি হাতে আঘাত পেয়েছেন।তবে কেনো তিনি নিজ শিশুদের হত্যা করেছেন সে বিষয়ে কিছু জানা যায় নি। শনিবার রাতে তাকে থানায় ফের জিজ্ঞেসাবাদ শেষে রোববার সকালে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।