কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকা থেকে এক লাখ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম আলী জোহার (৩৪) । শুক্রবার (২৪ মার্চ ) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কুতুপালং বাজারের উত্তরে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উখিয়া ক্যাম্প নং- ১/ডব্লিউ, ব্লক-ই-৭ এফসিএন নং-১৬০৭৭৩ এর বাসিন্ধা নুর সালামের ছেলে আলী জোহার । র্যাব ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আরও দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলেও জানানো হয়েছে।
এই র্যাব কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তি ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।