পূবাইলে ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু

মহানগরীর পূবাইলে মাজুখান এলাকায় ট্রেনের ধাক্কায় মো. রোকসানা (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে পূবাইল থানাধীন মাজুখান _ হারবাইদ রেল ক্রসিং এর পশ্চিম পাশে এঘটনা ঘটে। নিহত রোকসানা গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখান উওরপাড়া এলাকার মৃত রহমান মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রোকসানা মানসিক রোগী। নিহত রোকসানার পরিবার জানায় ভোরের দিকে বাসা থেকে না বলে বের হয়ে যায়। সিলেট থেকে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই কিশোরী মৃত্যুবরণ করেন।
নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে সুরতল রিপোর্ট করে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।