টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আয়ারল্যান্ডের

আইরিশদের বিপক্ষে এর আগে দুটি ওয়ানডে সিরিজ খেলে একটি জিতেছে বাংলাদেশ, ১-১ সমতায় শেষ হয়েছে অন্যটি।  এর সবশেষটি ২০১০ সালে।  প্রায় ১৩ বছর পর আবার আইরিশদের মুখোমুখি হয়ে দ্বিতীয়বারের মতো সিরিজ জেতা সুযোগ স্বাগতিকদের সামনে।

দ্বিতীয় ম্যাচেও টস হেরে ব্যাট করতে নেমে ৩৪৯ রানের স্কোর তুলে আগের ম্যাচে গড়া ৩৩৮ রানের রেকর্ড ভেঙে দেয় টাইগাররা।  যদিও দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো বৃষ্টির কারণে।

তৃতীয় ম্যাচে এসেও টস জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক বালবির্নি।  টস জিতে এবার তিনি আর ভুল করলেন না।   নিজেরাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। বাংলাদেশকে পাঠালেন ফিল্ডিং করার জন্য।

প্রথম দুই ম্যাচের চেয়ে আধ ঘণ্টা পিছিয়ে বৃহস্পতিবার শেষ ওয়ানডে শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচেও আছে বৃষ্টির আশঙ্কা।  এরই মধ্যে সকালে এক পশলা ভারী বর্ষণ হয়ে গেছে সিলেটে।

যথা সময়ে ম্যাচ শুরু করা গেলেও সন্ধ্যায় বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।  যেমনটা দেখা গেছে দ্বিতীয় ওয়ানডেতে।   বাংলাদেশের ইনিংস পুরোটা খেলা হওয়ার পর আর একটি বলও মাঠে গড়ায়নি সেদিন।

এদিকে প্রথম ম্যাচের আগে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোখের চোটে প্রথম দুই ওয়ানডে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ।  শেষ ম্যাচে এই অফ স্পিনিং অলরাউন্ডারকে দলে ফিরিয়েছে বাংলাদেশ।  বাদ পড়েছেন ইয়াসির আলি চৌধুরি।  সিরিজ জয়ের অভিযানে বাংলাদেশ দলে পরিবর্তন এই একটিই।  টানা দুই ম্যাচে একাদশের বাইরে থাকছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।

অপরদিকে পরিবর্তিত একাদশ আয়ারল্যান্ডের বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি আয়ারল্যান্ড।  ওই একই দল নিয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে খেলতে নামছে তারা।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ম্যাথু হামফ্রেজ, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার।