স্পাই থ্রিলার ঘরানার সিনেমা হতে চলেছে ‘জি ২’। এটি আদিভি শেশের ব্লকবাস্টার হিট তেলুগু ছবি ‘গুদাচারি’র সিক্যুয়েল। জি ২ এর অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় ঘাড়ে আঘাত পেয়েছেন ইমরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে ইমরান হাশমির ঘাড় থেকে রক্ত ঝরতে দেখা গিয়েছে। যা দেখে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা।
ইমরান এই মুহূর্তে হায়দরাবাদে ছবির শুটিংয়ে ব্যস্ত। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদে জি ২ সিনেমার শুটিং চলাকালে স্টান্ট করার সময় আহত হয়েছেন ইমরান হাশমি।’
আহত ইমরান হাশমিকে হায়দরাবাদের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, দ্রুতই শুটিংয়ে ফিরবেন এই অভিনেতা।
উল্লেখ্য, ২০১৩-তে সাংঘাই, জান্নাত ২-এর পর বহুদিন কোনো সিনেমাতে দেখা যায়নি তাকে। ছেলে ক্যান্সারের আক্রান্ত হওয়ার পরে পরিবারকেই বেশি সময় দিয়েছেন ইমরান। বলা হয়, এক সময় ইমরানকে টাইপকাস্ট করেছিল বলিউড। তার নামই হয়ে গিয়েছিলে ‘কিসিং কিং’। তবে জি ২ নিয়ে ভীষণ আশাবাদী ইমরান হাশমি। এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, ‘জি-টু’র কাস্টে যোগ দেওয়া আমার জন্য সত্যিই রোমাঞ্চকর। স্ক্রিপ্টটি আকর্ষণীয়, এবং আমি এই স্পাই থ্রিলারটির অংশ হওয়ার অপেক্ষায় রয়েছি।