সম্প্রতি নানা যুক্তিতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অনার্স পরীক্ষার কেন্দ্র সন্দ্বীপ থেকে স্থানান্তর করা হয় চট্টগ্রাম জেলা সদরে।
এমন ঘোষণা দেওয়ার পর সচেতন মহল থেকে এর বাস্তব নানামুখী সমস্যার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রকাশিত হতে থাকে। এবং এ অনিশ্চয়তার অবসানকল্পে নানান মহলে যোগাযোগ শুরু করে। অনেকে-ই এ বিষয় সমাধানে তৎপর হলেও এগিয়ে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড.মুহাম্মদ মুসলেমউদ্দীন মুন্না ও সমাজকর্মী পারভেজ আলম রুস্তম সহ বিভিন্ন সচেতন মহল।
বুধবার(২ অক্টোবর) সন্দ্বীপের কলেজ সমূহে অধ্যয়নরত অনার্স শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল মহলের সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে এ বিষয়ে সৃষ্ট অনিশ্চয়তার অবসান ঘটে । যৌক্তিক সমস্যা গুলো সমাধানে সকল মহলের দায়িত্ব গ্রহণ করার অঙ্গীকার সুস্পষ্ট ভাবে ব্যক্ত করা হয়। অতীতের ধারাবাহিকতায় অনার্স পরীক্ষার কেন্দ্র দ্বীপ উপজেলা সন্দ্বীপে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মুহাম্মদ বেলায়েত হোসেন, এডভোকেট মুহম্মদ আবু তাহের, মুহাম্মদ আলমগীর হোসেন ঠাকুর,আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম ফিরোজ, ব্যাংকার আকতারুজ্জামান সুজন, দি গার্ডিয়ান ঢাকার বিশেষ সংবাদ দাতা কাজী শামসুল আহসান খোকন, বইচিন্তার সমন্বয়ক নজরুল নাঈম সহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।