প্রস্তুতি ম্যাচেই বেহাল দশা মেয়েদের

সেমিফাইনাল খেলার স্বপ্ন দিয়ে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু মূল মঞ্চে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে বড় পরাজয়কে সঙ্গী করলো বাংলাদেশ।

এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কাছে প্রস্তুতি ম্যাচে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে নারীদের। আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল ৭ উইকেটে ১৪৩ রান করে। জবাবে বাংলাদেশের ইনিংস ৯ উইকেটে ১১৫ রানে থেমে যায়।

বড় কিছুর আশায় এবার বিশ্বকাপে অংশ নিলেও প্রস্তুতি ম্যাচে বেহাল দশা। ব্যাটিংটা রীতিমতো উদ্বেগের বড় কারণ। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফিরেছেন যথাক্রমে ৯, ৬ ও ৫ করে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩০ রান করেন। ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে তেজ নাহারের ব্যাট থেকে। এছাড়া একেবারে শেষে নামা দিশা বিশ্বাস করেন ২৫ রান। বাকিরা স্রেফ মাঠে নেমেছেন আর ফিরেছেন। জ্যোতির ব্যাটেও দলের দাবি মেটেনি। ৩৮ বলে মাত্র ১ বাউন্ডারিতে ৩০ রানের ইনিংসটি সাজান।

 

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সুগন্ধা কুমারি ৮ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন ইনোশি প্রিয়াদর্শানী।

প্রস্তুতি ম্যাচে লঙ্কান নারীরা নিজেদের কাজটা ঠিকই আদায় করে নিয়েছে। হাসিনা পেরেরা ৪৩, নিলাকশিকা সিলভা ৩০ রান করেন। এছাড়া ওপেনিংয়ে বিস্মি গুনারত্নে ১৪ ও হার্শিতা সামারাবিক্রমা ২৯ রান করেন। বাকিদের ছোট ছোট অবদানে দেড়শ রানের কাছাকাছি পৌঁছায় তাদের ইনিংস। যে লক্ষ্য ছুঁতে রীতিমতো ঘাম ছুটেছে বাংলাদেশের মেয়েদের।

নিজেদের ঝালিয়ে নেওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। এরপর বিশ্বকাপের মূল মঞ্চে নামবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।