চলছে মাঠ প্রস্তুতের কাজ, খেলা শুরু দেরিতে

সাড়ে ১০টায় মাঠ পরিদর্শন
কানপুর টেস্টের তৃতীয় দিন শুরু। রাতে বৃষ্টি হলেও সকালে বৃষ্টি নেই। আলোর দেখা পাওয়া গেছে গ্রিন পার্ক স্টেডিয়ামে। উইকেট ছাড়া মাঠের বাকি অংশের কাভার সরিয়ে ফেলা হয়েছে। মাঠ শুকানোর জন্য কাজ চলছে।

কানপুর থেকে রাইজিংবিডির প্রতিনিধি সাইফুল ইসলাম রিয়াদ জানিয়েছেন, মাঠ শুকানোর কাজ চলায় খেলা শুরু হতে আজও দেরি হবে। বাংলাদেশ সময় সকাল ১০ টায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর আসবে সিদ্ধান্ত।

প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৭। ফিরে গেছেন দুই ওপেনার জাকির হাসান-সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এরপর চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও মুশফিক। ৪০ রানে অপরাজিত মুমিনুল। ৬ রানে অন্য প্রান্তে অপরাজিত মুশফিক। আজ দ্বিতীয় দিন সকালে দুজন খেলতে নামবেন।