চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্টের আর্থিক পৃষ্ঠপোষকতায় অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি টেবিল টেনিস লিগ (২০২২-২৩) আজ ৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টায় চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়ামে শুরু হবে।
এতে প্রধান অতিথি থাকবেন সাবেক মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস-চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন বুধবার (৮ মার্চ) বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মো. হারুন রশিদ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক, শাহজাদা আলম, সাইফুল আলম খাঁন, সাইফুল আলম বাপ্পী, সিজেকেএস টেবিল টেনিস কমিটির যুগ্ম সম্পাদক সনজিব কুমার সেন, সদস্য গাজী লোকমান হাসান চৌধুরী প্রমুখ।
এ লিগে বাজেট নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ৫শত টাকা। বাজেটের পুরো অর্থ স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি. প্রদান করনে।