পূবাইলে পাইপ ভর্তি ট্রাক ছিনতাই, আটক ১

পূবাইলে ট্রাক ভর্তি পাইপ ছিনতাই মামলায় আন্ত:জেলা ছিনতাই দলের ১সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পূবাইল থানা পুলিশ।
এর আগে গত২৪ সেপ্টেম্বর রাতে পূবাইল থানাধীন হায়দারাবাদ এলাকায় এই ছিনতাই এর ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আসামি হল টাঙ্গাইল জেলার সদর থানার বীরপুশিয়া গ্রামের মৃত আব্দুল বারেক এর ছেলে অহিদ (৩০) গোপন সংবাদের ভিত্তিতে লুট হওয়া পাইপ উদ্ধার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়,, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ঢাকা থেকে এক পাইপ ব্যাবসায়ীর কেনা পাইপ ভর্তি একটি পিকআপ টঙ্গী হয়ে হয়ে পূবাইলের হায়দারাবাদ আসছিল। পথে পূবাইলের ৩৯ নং ওয়ার্ডের দিলারটেক রাত দুইটার দিকে পৌঁছালে একটি সাদা রংয়ের প্রাইভেটকার ট্রাকটি কে গতিরোধ করে। এসময় ওই গাড়ি থেকে ৪জন ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে ট্রাকের চালক ও হেলপারকে তাদের গাড়িতে উঠায়। পরে তাদেরকে মারদূর করে হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে পাইপ ভর্তি ট্রাকটি নিয়ে অন্য জেলায় চলে যায় । এ ঘটনায় পাইপ ব্যাবসায়ী বাচচু মিয়া বাদী হয়ে গত২৫ সেপ্টেম্বর পূবাইল থানায় মামলা করেন।
মামলা করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পোস্তগোলা এলাকা থেকে ছিনতাই এ জড়িত অহিদ কে গ্রেপ্তার করে পূবাইল থানা পুলিশ। পরে আসামীর দেয়া তথ্যমতে ঢাকা পোস্তগোলা এলাকা থেকে পাইপ ভর্তি ট্রাকটি, উদ্ধার করা হয় ।পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান আজ দুপুরে আটককৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।বাকীদের আটকের চেষ্টা চলছে।