দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে ইতোমধ্যে ভারত পৌঁছেছে বাংলাদেশ দল। সদ্য পাকিস্তানকে তাদের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই করার পর বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে। তবে পাকিস্তান ও ভারত, সম্পূর্ণ আলাদা দু’টি দল। তা ভালো করেই জানে নাজমুল হোসেন শান্তর দল। তাইতো চেন্নাইয়ে পৌঁছে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ টেস্ট দল।
চিদাম্বরম স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচ সামনে রেখে গতকাল সোমবার চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন করেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, নেটে ব্যাটিং প্র্যাকটিস করছেন সাদমান ইসলাম, জাকির হাসানরা। স্পিন ও পেস বোলারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদকে দেখা যায় বোলিং অনুশীলন করতে। এছাড়া উইকেটের পেছনে ছিলেন লিটন কুমার দাস। কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফদের বল ছুড়তে দেখা যায় জয়, সাদমান, জাকিরদের।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ দল ভারত। বাংলাদেশের অবস্থান এখন চারে। চ্যালেঞ্জিং এ সিরিজে নিজেদের সেরাটুকু উজাড় করে দেয়ার ঘোষণা দিয়ে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।